ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সংশোধিত নাগরিকত্ব আইন

মোদি সরকারকে একহাত নিলেন রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কঠোর পদক্ষেপের মাধ্যমেই চলমান নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ দমন সম্ভব বলে জানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠা মানুষদের আবারও কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমর্থন দিলেন পুলিশ প্রশাসনের দমনমূলক কর্মকাণ্ডের।

কঠোর পদক্ষেপের মাধ্যমেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জনগণের সম্পত্তি ধ্বংসকারীদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান তিনি।

এর আগে, গতকাল শনিবার আসামের গুয়াহাটিতে মোদি সরকারকে একহাত নিলেন রাহুল গান্ধী। বলেন, আসাম চুক্তিটি লংঘন করা উচিত হয়নি। নোটবন্দির চেয়েও ভয়ংকর এনপিআর এবং এনআরসি।

এদিকে, নাগরিকত্ব আইন ইস্যুতে রাজনীতিবিদদের নিয়ে কটাক্ষ করায় সেনা প্রধান বিপিন রাওয়াতের সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। রাজনৈতিক বিষয়ে সেনাপ্রধানের আগ্রহ প্রকাশ না করাই ভালো বলেও মন্তব্য করেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি