মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেষ্টার সিটি
প্রকাশিত : ১০:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলর প্রথম লেগের খেলায় অ্যাগুয়েরোর জোড়া গোলে মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেষ্টার সিটি।
ইত্তিহাদ স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়েও আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরোর দারুন নৈপুন্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। ২৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়া সিটির অন্য দুই গোলদাতা জন স্টোনস ও লেরয় সানে। মোনাকোর পক্ষে জোড়া গোল করেন রাদামেল ফালকাও। কিলিয়ান বাপে দেন একটি গোল । তবে, ৫৮ ও ৭১ মিনিটে অ্যাগুয়েরোর জোড়া গোলেই মূলত জয় তুলে নেয় ম্যান সিটি। এদিকে, দিনের অন্য ম্যাচে গতবারের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ ৪-২ গোলে জার্মানির বেয়ার লেভারকুসেনকে হারিয়েছে। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে রইলো স্প্যানিশ ক্লাবটি।
আরও পড়ুন