ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্রান্ট ভিসা নবায়নে নতুন নীতিমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৬ অক্টোবর ২০১৭

অভিবাসী নন, কিন্তু পেশাগত কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে আছেন, এমন ব্যক্তিদের ভিসা নবায়নে নতুন করে জটিলতা তৈরি করেছে মার্কিন প্রশাসন। যা এইচ-১বি ও এল১ নামে পরিচিত।

আগের নীতিমালায় প্রাথমিকভাবে কাজের ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত ব্যক্তি পরবর্তী সময়ে মেয়াদ বাড়াতে গেলে প্রথমবারের অনুমোদনই যথেষ্ট ছিল। কিন্তু এখন প্রতিবারই তাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে হবে, তিনি যে আবেদন করেছেন তার জন্য তিনি এখনও উপযুক্ত।

এ নীতিমালাটি ১৩ বছরের বেশি পুরোনো। এই নীতিমালা সম্পর্কে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানায়, ২৩ অক্টোবর সর্বশেষ এই নতুন নিয়ম জারি করা হয়। সেখানে বলা হয়, আবেদনকারীকেই যোগ্যতার সব প্রমাণ দিতে হবে। ২০০৪ সালের ২৩ এপ্রিল ওই আইনে এটি প্রমাণের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সংস্থার।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট উইলিয়াম স্টক বলেন, নতুন এই নীতিমালা যারা অনেক দিন ধরে কাজের সূত্রে এখানে বাস করছেন তাদের জন্য। যারা নতুন করে ভিসার আবেদন করবে, তাদের জন্য নয়।

খবর : হিন্দুস্তান টাইমস।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি