ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহত পাঁচজনই লিটল রক-ভিত্তিক পরামর্শক সংস্থার কর্মচারী ছিলেন।

স্থানীয় সময় বুধবার বিকালে আরকানসাসের বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল এভিয়েশন অথরিটি জানায়, বিমানটি ওহিওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি বিকট বিস্ফোরণ ও পরে কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আগুন লেগে যায়। 

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ বলেছে, বিমানটিতে পাঁচজন ছিলেন এবং তাদের কেউ বেঁচে নেই। পাঁচজনই লিটল রক-ভিত্তিক পরামর্শক সংস্থার কর্মচারী ছিলেন।

এই সপ্তাহের উদ্ভিদ ও পরিবেশগত সহায়তা প্রদানের জন্য নিহতদের বেডফোর্ড, ওহিওতে নিয়ে যাওয়া হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি