ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, নেটিজেনদের প্রশ্ন, ‘কি করবেন অপু বিশ্বাস?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৩৮, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, ঢালিউডের এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা। একটি ছবিতে শাকিবকে বুবলীর হাত ধরে সবুজ ঘাসে হাঁটতে দেখা যায়, আরেকটিতে তাকে জড়িয়ে কিছু দেখিয়ে দিচ্ছেন শাকিব।

ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসা করছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এবার কী করবেন অপু বিশ্বাস?’

প্রসঙ্গত, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। তখন নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরেছিলেন তারা। দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ 

তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে। চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি