ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছেই

প্রকাশিত : ১৩:০১, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০১, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দিন যতই কাছে আসছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির অস্থিতিশীল অবস্থার মধ্যে এই নির্বাচন দেশটির অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি হতে পারে, তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। যার প্রভাব এরই মধ্যে পড়েছে কিছু কিছু ব্যবসায়িক খাতে। এছাড়া ব্রিটেনের ব্রেক্সিটের ফলে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার বিরুপ প্রভাব পড়েছে এখানে। তাই আসন্ন  প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি বেশ প্রাধান্য পাচ্ছে। ডেমোক্রেটিক প্রার্থী হিলারী ক্লিনটনের নির্বাচনী প্রচারনায় ঠাই পেয়েছে অর্থনৈতিক পরিকল্পনা। নতুন কর্মসংস্থান সৃষ্টি আর মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধির উপর গুরত্ব দিয়েছেন তিনি। দেশের আর্থিক বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিতে সহায়তা দানের আশ্বাসও দিয়েছেন হিলারী। এদিকে রিপাবলিক প্রার্থী ট্রাম্প কর কমানোর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। ব্যবসার উপর কর কমিয়ে অর্থনৈতিক উন্নতির পক্ষপাতি মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ছোট বড় সকল ব্যবসায়ীর স্বার্থে কাজ করবেন তারা। তবে এরইমধ্যে মার্কিন অর্থনীতিতে নির্বাচনী ফলাফল নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়ছে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। সব ছাপিয়ে এখন দেখার বিষয়, নির্বাচন পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতিতে মার্কিন অবস্থান ধরে রাখতে কতটুকু কার্যকর ভূমিকা নিতে পারেন নতুন প্রেসিডেন্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি