ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

যে কোনো সংশোধনী কিংবা আইন বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৩২, ৩০ এপ্রিল ২০১৭

সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে যে কোনো সংশোধনী কিংবা আইন বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে আইনের শাসন মেনে চলারও আহবান জানিয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারব্যবস্থা ও আইনের শাসন নিয়ে কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, দুই-তৃতীয়াংশ সাংসদ ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারেন। কিন্তু এতে সংবিধানের মূল ভিত্তি নষ্ট হয়ে গেলে, সংসদের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
শুধু বিচার বিভাগ নয়,  সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আইনের শাষন মেনে চলার আহ্বান জানান প্রধান বিচারপতি।
আইনী কাজ সহজতর করতে দীর্ঘ দিনের পুরাতন আইনের সংস্কার ও নতুন আইন তৈরি করার কথা বলেন  প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, গনতান্ত্রিক চিন্তা চেতনায় আইন তৈরি করতে হবে। ভূমি  আইনের উপর আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দেন তিনি।  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি