ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

যে চ্যানেলে সবাই নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৮ মার্চ ২০১৮

এমন একটি টিভি চ্যানেল আছে যেখানে, সম্পাদক থেকে পিয়ন সবাই নারী। একঝাঁক নারীর ব্যবস্থাপনায় চলছে টিভি চ্যানেলটি। আর এমন একটি টিভি চ্যানেলই গড়ে উঠেছে জঙ্গিগোষ্ঠী তালেবান অধ্যুষিত দেশ আফগানিস্তানে। চ্যানেলটির নাম ‘জান’ টিভি।

আফগানিস্তানের দারি ভাষায় `জান` মানে নারী। তাই টিভি চ্যানেলটির নাম `জান` টিভি।

রক্ষণশীল দেশটির গণমাধ্যমও সমাজের অন্যান্য অংশের মতোই সম্পূর্ণভাবে পুরুষ নিয়ন্ত্রিত। তবে আফগান চ্যানেলগুলোয় নিয়মিত নারী উপস্থাপকদের দেখা যায়। কিন্তু নারীদের জন্য একটি সম্পূর্ণ টিভি স্টেশন ধারণাই করা হয়নি এত দিন। এই নারী টিভি আগমনের বিষয়টি আফগানিস্তানের পরিবর্তন হওয়ার বিষয়টি তুলে ধরছে বলে মনে করছে বিশিষ্টজনরা।

স্টেশনটির প্রযোজক ২০ বছর বয়সী খাতিরা আহমেদি বলেন, এই টিভি স্টেশন মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। এতে আমি খুবই খুশি। কারণ, আমাদের সমাজে নারীরা তাদের অধিকার সম্পর্কে অবগত নন। এই স্টেশন এখন নারীদের দ্বারা পরিচালিত হওয়ায় আমরা সোচ্চার কণ্ঠে নারীদের অধিকার রক্ষায় কাজ করতে পারবো।

সূত্র: সিএনএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি