ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যেভাবে ঘটলো পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৩১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:১১, ৩১ অক্টোবর ২০১৯

পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে বৃহস্পতিবার একটি ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬২ যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেখানে সকালের নাস্তা তৈরিতে এক ব্যক্তি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন। তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন।

পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের ডেপুটি কমিশনার জামিল আহমেদ বলেন, যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটিতে তাবলীগ জামাতের সদস্যরা ভ্রমণ করছিলেন।

ডন জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি