ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

যেভাবে হবে ঘাটতি পূরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৯ জুন ২০২২ | আপডেট: ১৮:১৪, ৯ জুন ২০২২

২০২২-২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা নেওয়ার লক্ষ্য ঠিক করছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমনটিই জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। বৈদেশিক ঋণ ছাড়াও এই  ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে এক লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া সঞ্চয়পত্র থেকে ঋণ ৩৫ হাজার কোটি টাকা আর অন্যান্য খাত থেকে পাঁচ হাজার এক কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আরও জানান,  ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। আর বৈদেশিক ঋণ নেওয়া হবে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা, যার মধ্য থেকে ১৭ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে। ফলে প্রকৃত বৈদেশিক ঋণ দাঁড়াবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

এএইচএস/এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি