ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রংপুরে স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৩৬, ৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

রংপুরে বিভাগীয় শহরে দেশের রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে। নগরীর লালকুঠি লেন এলাকায় আটতলা মসজিদ সংলগ্ন ব্রাদার্স টাওয়ারে আউটলেটটি খোলা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বপ্ন’র পরিচালক রিটেইল এক্সপ্যানশন সামসুদ্দোহা শিমুল, রংপুরের ব্যবসায়ী শফিকুল ইসলাম কালু, টিপু সুলতান, শামসুন নাহার বেগম প্রমুখ। 

উল্লেখ্য, ২০০৮ সালে স্বপ্ন ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্ন’র এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৪টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিতষ্ঠানটি মাছ, শাক-সবজী, ফল, ডেইরীসহ নিত্য প্রয়োজনীয় আরো অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজী ও মাছ সংগ্রহ করে ‘স্বপ্ন’। পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে। গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। (সংবাদ বিজ্ঞপ্তি) 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি