ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীর ৫০ স্থানে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২১ নভেম্বর ২০১৯

দেশে পেঁয়াজের বাজার চড়া হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) উদ্যোগে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবিতে কেজি প্রতি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকায় ৫০টি জায়গায় পেঁয়াজ বিক্রিসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রির কার্যক্রম চলছে বলে জানা যায়। 

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় অধীন টিসিবি ঢাকাসহ সারাদেশে ৪৫ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম জোরদার করেছে। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম চলছে।

এদিকে সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্রপথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতোমধ্যে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি