ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাবিপ্রবিতে ২য় মেধাতালিকার সাক্ষাৎকার মঙ্গলবার

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ১৭ জানুয়ারি ২০২২

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২য় মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। ১ম মেধাতালিকা প্রকাশের পরে ৬৬ জনের বিপরীতে মাত্র ৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে আসন পূরণের লক্ষ্যে ২য় মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি বিভাগের অধীনে ১৭৫টি আসন রয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (৫০টি), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স (২৫টি), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ (২৫টি), ম্যানেজমেন্ট বিভাগ (৫০টি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (২৫টি)। 

জানা গেছে, ১ম মেধাতালিকা প্রকাশের পরে ৬৬ জনের সাক্ষাতকারের বিপরীতে মাত্র ৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। পাঁচটি বিভাগের ১৭৫টি আসন পূরণের লক্ষ্যে ইতিমধ্যে ২য় মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
দ্বিতীয় মেধাতালিকায় মোট ১২৮ জন শিক্ষার্থীকে ভাইবার জন্য ডাকা হয়েছে। এই তালিকার ভর্তির পরে আসন ফাঁকা থাকলে ৩য় মেধাতালিকা প্রকাশ করা হবে।

নবাগত শিক্ষার্থীদের কবে নাগাদ ক্লাস শুরু হতে পারে এমন প্রশ্নের ভিত্তিতে প্রশাসন জানায়, ‘ক্লাস শুরুর বিষয় শিক্ষার্থীদের ভর্তির উপরে নির্ভর করছে।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি