ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডিএমডি পদে যোগ্য ২৭ জিএম

প্রকাশিত : ১৫:৫২, ১১ মার্চ ২০১৯

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে ২৭ মহাব্যবস্থাপক (জিএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির যোগ্য। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডিএমডি পদে পদোন্নতি পাওয়ার যোগ্য এই মহাব্যবস্থাপকদের তালিকা প্রকাশ করেছে।

মহাব্যবস্থাপক পদে ন্যূনতম দুই বছর দায়িত্ব পালনের পর ডিএমডি পদে পদোন্নতির যোগ্যতা অর্জন হয়। তালিকায় থাকা কর্মকর্তারা নূ্যনতম দুই বছর আগে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। ২৭ জনের তালিকার প্রথমে রয়েছেন রুপালী ব্যাংকের জিএম কাইসুল হক, যিনি ২ বছর ৮ মাস আগে এ পদে পদোন্নতি পান। সমান সময় আগে জিএম হিসেবে পদোন্নতি পান একই ব্যাংকের অরুণ কান্তি পাল।

ডিএমডি পদে পদোন্নতি যোগ্যদের মধ্যে সোনালী ব্যাংকের চারজন জিএম রয়েছেন। তারা হলেন- মতিউর রহমান, শামীমুল হক, নিজামউদ্দিন আহম্মদ চৌধুরী ও স্বপন কুমার সাহা।

জনতা ব্যাংকের ৮ জন জিএম রয়েছেন তালিকায়। তারা হলেন- জসীম উদ্দিন, খন্দকার আতাউর রহমান, শেখ মো. জামিনুর রহমান, জাকির হোসেন, আব্দুল আওয়াল, আব্দুল জব্বার, মোহাম্মদ সাইফুল আলম ও মোহাম্মদ ইদ্রিছ।

অগ্রণী ব্যাংকের ৫ জন জিএম ডিএমডি পদোন্নতির যোগ্যদের তালিকায় রয়েছেন। তারা হলেন- মো. ওয়ালি উল্লাহ, গোলাম কবির, সুকান্ত বিকাশ স্যানাল, শিরীন আখতার ও শেখর চন্দ্র বিশ্বাস।

রূপালী ব্যাংকের দু`জন হচ্ছেন কাইসুল হক ও অরুন কান্তি পাল। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৬ জন জিএম ডিএমডি পদোন্নতির যোগ্যদের তালিকায় রয়েছেন। তারা হলেন- কামাল হোসেন গাজী, মোহাম্মদ ইকবাল হোসেন, দীপিকা ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ও রিফাত হাসান।

এ ছাড়া কর্মসংস্থান ব্যাংকের জিএম মো. আব্দুল মান্নান ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জিএম জাহিদুল হক তালিকায় রয়েছেন।

ডিএমডি পদে পদোন্নতির যোগ্য জিএমদের মধ্যে ৬ জন চলতি  ছরের ডিসেম্বরের মধ্যে অবসরে যাবেন। তারা সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকে কর্মরত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি