ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় শোক উপলক্ষে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন স্থগিত, হবে রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:২২, ১৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার পূর্বাচল নতুন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন হবার কথা ছিল। রাষ্ট্রীয় শোক পালনের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থগিতকৃত সমাবর্তন অনুষ্ঠান পরের দিন, রোববার (২১ ডিসেম্বর ) অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অনুষ্ঠানের অতিথি, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি