ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রিজার্ভ চুরির ৪.৭২ কোটি ডলার পেতে ম্যানিলায় প্রতিনিধি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:২০, ৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ ফেরত পেতে উদ্যোগ নেয়া হয়েছেএরই অংশ হিসেবে আইনি প্রক্রিয়ায় থাকা আরও কোটি ৭২ লাখ ডলার ফেরত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক (জিএম) দেবপ্রসাদ দেবনাথ এবং যুগ্ম পরিচালক আবদুর রব। অপর একটি সূত্র বলছে, সফরে সিআইডির কর্মকর্তারাও রয়েছেন।

প্রসঙ্গত, চুরির ১ কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশ আগেই পেয়েছে। এখন ৪ কোটি ৭২ লাখ ডলার ফেরত পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান গণমাধ্যমকে জানান, প্রতিনিধি দলের সদস্যরা ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন।

গত বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। এসব অর্থ ফেরত আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি