রুশ বিশ্বকাপে নিরাপত্তার গ্যারান্টি ইউক্রেনের সাংবাদিকদের
প্রকাশিত : ১৫:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ইউক্রেনের সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরোধের জেরে রাশিয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে ইউক্রেনের সাংবাদিকরা, এমন আশঙ্কায় দেশটির সাংবাদিকদের এভাবে আশ্বস্ত করেছে দেশটি।
রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৮ সালের রাশিয়- বিশ্বকাপ আয়োজনের চেয়ারম্যান অ্যালেক্সি সরোকিন বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাংবাদিকদের মতো ইউক্রেনের সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।
এদিকে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের সাংবাদিকদের কোটা অনুসারে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে জানিয়ে সরোকিন বলেন, ইউক্রেন চাইলে ফিফা থেকে অথবা স্বাগতিক দেশ হিসেবে রাশিয়ার কাছ থেকে তাদের সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে ফিফা এবার শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে সরোকিন বলেন, দর্শক, খেলোয়াড়, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তাদানে রাশিয়াও কঠোর অবস্থানে রয়েছে।
সূত্র: তাস
এমজে/