ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৮, ৬ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার রপ্তানিমুখী সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

এর আগে শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আগুনের লাগার ঘটনা ঘটে। পোশাক কারখানার দুইতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভবনের ডাইং ও সুতা তৈরির বিভাগে আগুন পৌঁছলে মুহুর্তের মধ্যেই কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ঢাকা, ডেমরা, হাজীগঞ্জ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বলেন, রাত ৮টায় কারখানার শ্রমিকদের ছুটি হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ( রূপগঞ্জ) তানহারুল ইসলাম জানান, দেড় ঘন্টার চেষ্টায় শিকদার গার্মেন্সের আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার দোতলা ভবনের দ্বিতীয় তলার নিটিংস সেকশন আগুনে পুড়ে গেছে।  আগুনে কারখানার মেশিন কাপড়সহ মালপত্র পুড়ে গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কিভাবে আগুনের সূত্রপাট ঘটেছে সেটি খুজে বের করতে তদন্ত করা হবে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি