ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাষ্ট্রয়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ও. আর. নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। 

এ সময় তিনি জোনাল ম্যানেজার, বিভিন্ন নির্বাহী, শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁরই জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘‘ভিশন বা রূপকল্প ২০৪১’’ বাস্তবায়নের জন্য আমাদের সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে। 

এমডি হিসেবে জাহাঙ্গীর দায়িত্ব গ্রহনের পর ১০০ দিনের কর্মসূচী ঘোষণা করেন। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে জাহাঙ্গীর জোরালোভাবে আহবান জানান। 

এমডি আরও বলেন, ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের সার্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় খেলাপী ঋণ আদায়, সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ, রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কার্যক্রমে আরো সমৃদ্ধ হয়ে আধুনিক, যুগোপযোগী ও কার্যকর ব্যাংকিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে রূপালী ব্যাংকের অর্থনৈতিক ভীত মজবুত করতে হবে। 

জাহাঙ্গীর বলেন, এই কর্মসূচী বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, শ্রেণীবিন্যাসিত ঋণ আদায়সহ সার্বিক বিষয়ে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হবে ইনশাআল্লাহ।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের রপ্তানি ব্যবসা বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্যিক এলাকা শাখা, আগ্রাবাদ কর্পোরেট শাখা ও রূপালী সদন কর্পোরেট শাখার তিনটি (৩) এটিএম বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়, ঢাকার আইসিটি সিস্টেম বিভাগের ডিজিএম শেখ মনজুর করিম, চট্টগ্রাম পশ্চিম, পূর্ব এবং কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার ও ডিজিএম আবুল হাসান, বেগম কামরুন নাহার, এজিএম মাসুক-ই-ইলাহী। এছাড়া ও. আর. নিজাম রোড ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপক ডিজিএম এরশাদ হোসেন চৌধুরী, ডিজিএম এস, এম, বুরহান উদ্দীনসহ বিভিন্ন শাখার নির্বাহী, ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু পরিষদ, সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ভবন শাখা, আগ্রাবাদ, চট্টগ্রাম এর দ্বিতীয় কর্মকর্তা (প্রিন্সিপাল অফিসার) শেখ ফজলুল করিম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি