ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রোটারী ইন্টারন্যাশনালের ট্রেনিং এসেম্বলি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলি আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি হোটেলে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী গভর্নর এম রুবায়েত হোসেন, গভর্নর নির্বাচিত ব্যারিষ্টার মুতাসিম বিলাহ ফারুকী, গভর্নর নমিনি এম এ ওয়াহাব এবং সাবেক গভর্নরবৃন্দ। সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান কামরুজ্জামান খান টিপু।

সভায় বক্তাগন বিশ্বের বৃহৎ সামাজিক সংগঠন রোটারীর অগ্রগতিতে প্রশিক্ষনের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আরও বলেন, বিশ্বব্যাপী ১২ লক্ষ রোটারিয়ান এবং প্রায় ২ কোটি রোটারী স্বেচ্ছাসেবক আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাদের সুষ্ঠু প্রশিক্ষনের মাধ্যমে করোনার মত ভবিষ্যতের বিপর্যকর পরিস্থিতি মোকাবেলা এবং মানবিক কার্যক্রমকে সফল করে তোলা সম্ভব। 

প্রশিক্ষনে রোটারী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগ দেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি