ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে টোকিওতে ব্যাপক বিক্ষোভের মুখে সু চি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৯ অক্টোবর ২০১৮

জাপানের টোকিওতে ব্যাপক রোহিঙ্গা বিক্ষোভের মুখে পড়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। দ্রুত প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন তারা।

আরাকান যুব ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন জাপানে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা। এসময় মিয়ানমারের দূতাবাস ঘেরাও করেন তারা।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি রাখাইন নেতা আই মাংসহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান বক্তারা।

মেকং-জাপান সামিটে যোগ দিতে অং সান সু চি টোকিওতে অবস্থান করছেন। সামিটের সাইড লাইন বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে আলোচনার কথা রয়েছে তার।

এর আগে সূ চি মন্তব্য করেন, খুব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা করা ঠিকে হবে না। তার আগে তিনি বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকিয়ে রাখছে বলে হাস্যকর মন্তব্য করেন।

রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সু চির ভূমিকা সমালোচনার জন্ম দিয়েছে। তিনি রোহিঙ্গা ইস্যুতে কোনও ইতিবাচক ভূমিকা রাখছেন না বলে আন্তর্জাতিক মহল মনে করে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি