ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রোহিঙ্গা পরিস্থিতির বিস্তারিত প্রতিবেদন ২ সপ্তাহের মধ্যে প্রকাশ হবে

প্রকাশিত : ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতির বিস্তারিত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ’কথা বলেন তিনি। জাতিসংঘের প্রতিবেদন থেকে সব কিছু জানা যাবে বলেও উল্লেখ করেন ইয়াং হি লি। ক্যাম্প পরিদর্শনের সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা শোনেন। নিপীড়নের বিস্তারিত বর্ণনা দেয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে মিয়ানমারে ফিরে যাওয়ার কথাও জানায় রোহিঙ্গারা। পরে অনিবন্ধিত ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘের বিশেষ দূত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি