ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রোহিঙ্গা সংকটে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সংস্থাটির সভাপতি মিরোস্লাভ লাজ্যাকের বৈঠকে সহায়তার এই আশ্বাস দেয়া হয়।

স্থানীয় সময় বুধবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বৈঠকে ডা. দীপু মনি সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাককে অভিনন্দন জানিয়ে বলেন, জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তাঁর নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।

দীপু মনি বলেন, রাখাইন প্রদেশ থেকে উচ্ছেদকৃত নাগরিকদের সংকট নিরসনে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে। তারা সেখানে শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারে।

বৈঠকে সাধারণ পরিষদের সভাপতি বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি উদ্বেগের বিষয়। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি