ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রোহিঙ্গাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মিয়ানমার সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না দাবি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। তিনি বিষয়টিকে বাঙালি ইস্যু বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে তিনি লিখেছেন,  ‘‘তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনও মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘‘বাঙালি’ ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।‘’

বার্তা সংস্থা এএফপির এক খবরে আজ রোববার এ কথা বলা হয়েছে।

সেনাপ্রধানের বরাতে এএফপি জানিয়েছে, রাখাইন রাজ্যে সেনাবাহিনী যে ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছে, তার মূল লক্ষ্য ছিল গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার মূল হোতাদের উৎখাত করা।

রোহিঙ্গা সংকট দীর্ঘ সময় ধরে চলে আসছে। গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা এই সংকটকে নতুন করে উসকে দেয়। বিদ্রোহী দমনের নামে শুরু হয় গণহত্যা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশ আসছে। জাতিসংঘের তথ্যমতে, গত কয়েক সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি