ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ কোটি টাকা দিল ডেনমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ১০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের জন্য ২৫ কোটি ৬০ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে ডেনমার্ক। দেশটির সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই সহায়তা দিয়েছে। শনিবার ড্যানিশ উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, রাখাইন পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাই আমি সবাইকে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরুরি সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ভাসমান শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে গত দুই সপ্তাহে সেখান থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি