ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

র‌্যাংকিংয়ের ৩৭ নম্বর যখন সেমিফাইনালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৩ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেনে রীতিমতো চমক দেখিয়েছেন বেলজিয়ামের টেনিস তারকা আনসিডেড মার্টিনস। লন টেনিসে ৩৭ নম্বরে থাকা বেলজিয়ামের এই বিস্ময়বালিকা টানা ১০ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। আর মাত্র দুটি ধাপ পেরোতে পারলেই তার মুকুটে প্রথম বারের মতো যুক্ত হবে কোন গ্রান্ডস্লাম।

গতকাল ইউক্রেনিয়ার প্রতিদ্বন্দ্বী হোবার্টকে ৬-৪, ৬-০ গেমে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছেন মার্টিনস। জয় পেতে মার্টিনস এক ঘণ্টা ১৩ মিনিট সময় নেন। ২০১২ সালের পর বড় কোন টুর্নামেন্টের এবারই প্রথমবারের মতো কোন বেলজিয়ামের তারকা শেষ চারে জায়গা করে নিয়েছেন। আর এ জয়ে দারুণ উচ্ছ্বসিত মার্টিনস।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কি বলবো বুঝতে পারছি না। আজ আমি এতটাই আনন্দিত যে, আমার শব্দমালা হারিয়ে গেছে। আজকে আমি আমার সব উজাড় করে দিয়েছি। আর পুরো খেলাজুড়ে আগ্রাসন চালানোর চেষ্টা করেছি। তবে ২০১৬ সালে মার্টিনস র‌্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছিলেন। তখন তার র‌্যাংকিং ছিল ১২৭। এর আগে কোন শিরোপাতেই তৃতীয় রাউন্ড উৎরাতে পারেননি মার্টিনস।

সুত্র: এএফপি
রয়টার্স


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি