ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

র‍্যাব অফিস থেকে সিনিয়র এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, চিরকুটে যা লেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৭ মে ২০২৫ | আপডেট: ১৫:৪২, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে  জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।

নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।

জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

এদিকে র‌্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, 'আমরা কিছু সময় আগে খবর পেয়েছি তিনি মারা গেছেন। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে। সেখানে থাকা সবাই এখন ব্যস্ত রয়েছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি