ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

লা রিভের যুগপূর্তি, ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২১

কেক কেটে লা রিভের যুগপূর্তি উদযাপন

কেক কেটে লা রিভের যুগপূর্তি উদযাপন

Ekushey Television Ltd.

দীর্ঘ ১২ বছরের পথপরিক্রমা শেষ করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশনব্র্যান্ড লা রিভ। ব্র্যান্ডটি দীর্ঘ পথযাত্রায় পাওয়া উপলব্ধি ও স্বপ্নের কথা প্রকাশ করেছে একটি বিশেষ ভিডিও বার্তায়। একই সাথে ঘোষণা করেছে ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে লা রিভের মিরপুর ১ ফ্ল্যাগশিপে বিশেষ ভিডিও বার্তাটি সকলের সামনে উন্মোচন করা হয়।

একযুগ পূর্তির বিশেষ ভিডিওটি তৈরি হয়েছে ১২ বছর বয়সী ১২ জন শিশুকে নিয়ে। তারা বলেছে ব্যতিক্রমী কিছু স্বপ্নের কথা। এই শিশুদের কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ বা নভোচারী। কারো স্বপ্ন বইপড়ুয়া হওয়ার, কেউ বা শুধুই ভালো মানুষ হতে চায়। পাওয়ার চাইতে দেওয়ার আনন্দ বুকে নিয়ে বাঁচতে চায় কেউ কেউ। গণিত, ছবি আঁকা, ডাক্তার থেকে শুরু করে সাকিব আল হাসানের মতো সেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন নিয়েও কথা বলেছে তারা।
 
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ১২ বছর- সেই বয়স যখন মানুষ নিজের ও মানুষের প্রতি দায়িত্ব পালন করতে শুরু করে। বাক্সের বাইরে দাঁড়িয়ে চিন্তা করা শেখে, নিজের স্বপ্নপূরণে যে কোন বাধা পেরুবার সাহস দেখায় নির্দ্বিধায়। তাদের ব্যতিক্রমী স্বপ্নগুলোই একদিন সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে। আমরা বিশ্বাস করি, লা রিভ এখন ১২ বছরের ওই কিশোর-কিশোরীর মতোই। 

লা রিভ এখন তার ইউনিক ভাবনা ও স্বপ্ন দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব আনতে সক্ষম, দাবি নির্বাহী পরিচালকের।

সেলিব্রেশন উপলক্ষে প্রিয় গ্রাহকদের জন্য বিশেষ গিফট ভাউচার ঘোষণা করেছে লা রিভ। আগামী ১২ দিন অর্থাৎ সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৩৫শ’ টাকার শপিংয়ে ৬শ’ এবং ৭ হাজার টাকার শপিংয়ে ১২শ’ টাকা সমমূল্যের সেলিব্রেশন গিফট ভাউচার দেবে লা রিভ। 

১২ বছর উপলক্ষ্যে বিশেষ স্যুভেনির কালেকশনের পাশাপাশি রক্তদান কর্মসূচিরও আয়োজন রেখেছে ব্র্যান্ডটি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি