ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লাকাজেতের ২ গোলে আর্সেনালের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে - গোলে হারিয়েছে আর্সেনাল আলেকসঁদ লাকাজেতের জোড়া গোলে এ জয় পায় আর্সেন ভেঙ্গারের দল

সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই হারতে বসেছিল আর্সেনাল। তবে জে রদ্রিগেসের শট গোলরক্ষক পেতর চেকের হাতে লেগে পোস্টে লাগলে বেঁচে যায় তারা।

ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্সিস সানচেসের ফ্রি-কিক বেন ফস্টার ঠেকানোর পর ক্রসবারে লেগে ফেরা বল হেডে বল জালে জড়ান আলেকসঁদ লাকাজেত।

খেলার ৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত।  এ নিয়ে ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে আর্সেনাল।

আর ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ১৩ আর ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে লিভারপুল ও ওয়াটফোর্ড।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি