ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৫২, ২৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৩৫ রান সংগ্রহ করে টাইগাররা। সব মিলিয়ে এখন বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৭৮ রানে। তামিম ইকবাল ব্যক্তিগত ২২ ও সৌম্য সরকার ১৩ রান নিয়ে ক্রিসে রয়েছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে সোমবার ৩ উইকেটে ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ধুঁকতে থাকা অজিরা নবম উইকেটে অ্যাগার ও কামিন্সের দৃঢ়তায় গুটিয়ে যাওয়ার আগে ২১৭ রান সংগ্রহ করে।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ম সংগ্রহ। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে ২৬৯ রানে অলআউট হয় অজিরা। এর আগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে পড়ে সোমবার চা বিরতির পর ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগার-কামিন্সের আগে বাংলাদেশের বোলারদের বিপক্ষে যা একটু লড়েছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।

অস্ট্রেলিয়ার হয়ে রেনশ ৪৫ এবং হ্যান্ডসকম্ব করেন ৩৩ রান। গ্লেন কামিন্স ২৫ এবং ম্যাক্সওয়েল আউট হন ২৩ রান করে। ডেভিড ওয়ার্নার ৮ এবং উসমান খাজার ১ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টেস্ট র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ও অজি অধিনায়ক স্টিভেন স্মিথও। আউট হয়ে সাজঘরে ফিরার আগে স্কোরবোর্ডে ৮ রান যোগ করেন তিনি। ওয়েড ফিরেছেন ৫ রান করে। তবে ৪১ রানে অপরাজিত থাকেন এর আগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে পড়ে সোমবার চা বিরতির পর ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগার-কামিন্সের আগে বাংলাদেশের বোলারদের বিপক্ষে যা একটু লড়েছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।

অস্ট্রেলিয়ার হয়ে রেনশ ৪৫ এবং হ্যান্ডসকম্ব করেন ৩৩ রান। গ্লেন কামিন্স ২৫ এবং ম্যাক্সওয়েল আউট হন ২৩ রান করে। ডেভিড ওয়ার্নার (৮) এবং উসমান খাজার (১) পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথও (৮)। ওয়েড ফিরেছেন ৫ রান করে। তবে ৪১ রানে অপরাজিত থাকেন অ্যাগার।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি নেন সাকিব আল হাসান। তিনটি উইকেট নেন মেহেদী মিরাজ। আর একটি উইকেট তোলেন তাইজুল ইসলাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি