ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘লিবিয়াকে ‘নতুন সিরিয়া’ বানাতে চান পুতিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১০ অক্টোবর ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ায় অস্ত্র ও  সেনা পাঠাচ্ছেন। এর মধ্যমে তিনি লিবিয়াকে ‘নতুন সিরিয়ায়’পরিণত করতে চান বলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে-কে সতর্ক করেছেন।

ধারণা করা হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এই মন্তব্যের ফলে মস্কো ও লন্ডনের মধ্যে নতুন করে পানি ঘোলা হতে পারে।

সোমবার ‘দ্যা সান’পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে দেশটির সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ এবং স্পেশাল সার্ভিস উইং স্পেৎজনাযের কয়েক ডজন কর্মকর্তাকে লিবিয়ায় মোতায়েন করা হয়েছে।

পত্রিকাটি দাবি করছে, অবৈধ শরণার্থীদের ইউরোপে প্রবেশের প্রধান রুটটিতে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হচ্ছে মস্কোর সবচেয়ে বড় লক্ষ্য।

পত্রিকাটি আরো দাবি করেছে, রুশ সামরিক বাহিনী এরইমধ্যে উপকূলীয় শহর তবরুক ও বেনগাজির দুটি ঘাঁটি নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার বেসরকারি একটি সামরিক কোম্পানির ছদ্মাবরণে তারা লিবিয়ায় তৎপর রয়েছে বলে সান জানিয়েছে। তবে রাশিয়া এ ধরনের দাবি অস্বীকার করে আসছে।

সূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি