লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি
প্রকাশিত : ০৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
ইংলিশ প্রিমিয়ার লিগে ভারদের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি।
নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই লিভারপুলের উপর চড়াও হয় লেস্টার সিটি। খেলার ২৮ মিািনটে ভারদের গোলে ১-০ তে এগিয়ে যায় লেস্টার। এরপর ৩৯ মিনিটে ড্রিংকওয়াটার গোল করলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর ৬০ মিনিটে ভারদে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন। এরপর ৬৮ মিািনটে ফিলিপ কোটিনহো গোলে ব্যবধান ৩-১ এ কমায় লিভারপুল। বাকি সময়ে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে লেস্টার সিটি।
আরও পড়ুন