ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৬:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩শ’ ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে একশ’ ৭৫টির, আর ৫০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ২০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৫ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬২০ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫১টির, আর ৩৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি