ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০০, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ 

এসময় জাবি শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, ‘পাক হানাদার বাহিনীর দোসররা যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে। তবে আমরা মেধাশূন্য জাতিতে পরিণত হইনি, বঙ্গবন্ধু আমাদের নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং বর্তমানে দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচারকার্যের আওয়াতায় আনার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাবে। ’

কর্মসূচিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আখতারুজ্জামান সোহেল, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আকলিমা আক্তার এশা, আলম শেখ, আব্দুর রহমান ইফতি, আরিফ আহমেদ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ, রাকিবুল হাসান শাওন, আসাদুজ্জামান আসাদ, মাহফুজ, মো. সাইফুল্লাহ ও বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি