ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলের সেই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে।

জানা যায়, ওই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি