শান্তির দেশ হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৬:৩৯, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৮, ৪ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ এবং উন্নত সমৃদ্ধ দেশ। আমাদের এই মাতৃভূমি বিশ্ব দরবারে যেন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করতে চাই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরপর বিচারপতি, কূটনীতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গণভবনে অতিথিদের আপ্যায়ন করানো হয় সেমাই, সন্দেশ আর ফল দিয়ে।
এ সময় মূল মঞ্চে ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পুতুলের ছেলে জারিফ।
সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অনেকেই তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমাধানের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন।
শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি এস কে সিনহা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান প্রমুখ।
প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় শেষে সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনারা সকলে দোয়া করবেন, আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।
এ ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আমরা পবিত্র ঈদুল আজহার মাধ্যমে এটাই শিখি; কীভাবে আত্মত্যাগ করা যায়।
সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে বন্যা হয়েছে আমরা বন্যা মোকাবেলা করেছি। নদীভাঙায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করা থেকে সব ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাল্লাহ, এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি বলেন, আপনারা সকলেই লক্ষ্য রাখবেন, যুব সমাজ যেন বিপথে না যায়। মাদকাসক্তি বা জঙ্গিবাদের সঙ্গে যেন জড়িত না হয়।
আর/ডব্লিউএন
আরও পড়ুন