ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শাবি ক্লাবের সভাপতি ড. সামসুল, সম্পাদক ড. রেজোয়ান

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম এবং সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখর উদ্দিন, কোষাধ্যক্ষ হেলাল হোসেন দেওয়ান, ক্রীড়া সম্পাদক অধ্যাপক ড. অনিমেষ সরকার, সহ-ক্রীড়া সম্পাদক রাশেদুল হাসান, সমাজ সেবা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। 

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক, অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল, অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সহকারী অধ্যাপক করিমা বেগম ও মো. তাজিম উদ্দিন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি