ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শিক্ষক দিয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়ার অভিযোগ

শাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:০১, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক ফোনে তাদেরকে আন্দোলন থেকে সরে আসার হুমকি দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিভাগের শিক্ষকরা ফোন দিয়ে আন্দোলন থেকে সরিয়ে আসতে বলছেন। এমনকি পরে কোনও ধরণের সমস্যা হলে তারা কোনো দায়ভার নিতে পারবেব না বলেও আমাদেরকে ভয় দেখাচ্ছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের খোঁজখবর নেয়ার জন্য সব বিভাগের শিক্ষকরাই ফোনে তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষক তাদের এরকম কিছু বলে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি