ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২৯ অক্টোবর ২০২০

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আজ বৃহস্পতিবার। তবে ছুটি বাড়বে কিনা সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। আর সেই বৈঠকটিও অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বিষয়ে ঘোষণা দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ ভাইরাসের বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি