ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিল্পপতি এম এ হাসেম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশিষ্ট শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ। একই সঙ্গে এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে ভর্তির সময় তার ছেলে আজিজ আল কায়সার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি