ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজধানীতে ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও কর্পোরেট সোস্যাল এ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোশতাক আহমেদ।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী এ বছর অসহায় শীতার্ত মানুষের মাঝে ২ লাখ কম্বল বিতরণ কার্যক্রম চলছে। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতি বছর দেশব্যাপ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আর/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি