ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শুরু হলো ওয়ার্লপুল পিঠা উৎসব ও প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এই প্রথম সারা দেশব্যাপী শুরু হলো ওয়ার্লপুল পিঠা উৎসব ও প্রতিযোগিতা। বিশ্বসেরা ব্র্যান্ড ওয়ার্লপুলের অনুমোদিত পরিবেশক বেস্ট ইলেক্ট্রনিক্স লি. এর সার্বিক তত্ত্বাবধানে এবং লবি রহমানস্ কুকিং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব দেশের ৮টি অঞ্চলে ১৬ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হচ্ছে।

আজ ঢাকায় বেস্ট ইলেক্ট্রনিক্স লি. এর প্রধান কার্যালয়ে এক সভায় আনুষ্ঠানিকভাবে এই পিঠা উৎসবের কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বেস্ট ইলেক্ট্রনিক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, লবি রহমানস্ কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লবি রহমান, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, বেস্ট ইলেক্ট্রনিক্স লি. এর পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, সৈয়দ আশহাব জামান রাফিদ ও কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি