ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠাল আমান কটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড সৰ্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা দিয়েছে।

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির এজিএমে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারের অনুমোদনের প্রেক্ষিতে সম্প্রতি তা ব্যাংক হিসাবে জমা দেয়া হয়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিনিয়োগকারীর বিও হিসাবে উল্লেখ করা ব্যাংক হিসাবের তথ্য নির্ভুল আছে, তাদের হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) এর মাধ্যমে ওই অর্থ জমা করা হয়েছে। 

উল্লেখ, গত ৩১ অক্টোবর আমান কটন ফাইবার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। 

লভ্যাংশ প্রাপ্তি ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগদানের যোগ্যতা নির্ধারণে ২২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি