ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশিত : ১৪:১৪, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:১৪, ৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

শেষ সময়ে জমে উঠেছে সারাদেশের ঈদ বাজার। জামালপুরের বিপনীবিতানগুলোয় দিন-রাত উপচেপড়া ভিড়। আর চাহিদা বেশি হওয়ায় রমজানের শেষ সময়েও ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতীরা। বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি তারা। ঈদ কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বিপনিবিতানগুলোয় ক্রেতাদের ভিড়ও বাড়ছে। জামালপুরে ফুটপাত থেকে বিলাসবহুল শপিংমল; সবখানেই এক অবস্থা। সামর্থ্যরে মধ্যে পরিবারের সবাইকে পছন্দের পোশাকটি কিনে দিতে ছোটাছুটি দোকান থেকে দোকানে। এবার দাম বেশ চড়া বলে জানান ক্রেতারা। আর বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। এদিকে, এবার চাহিদা ভালো হওয়ায় রমজানের শেষেও ব্যস্ত সময় কাটছে সিরাজগঞ্জের তাঁতীদের। দিন-রাত ব্যস্ত তারা কাপড় বোনার কাজে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে কিনছেন এখানকার তৈরি বাহারি ডিজাইনের শাড়ি-লুঙ্গি। গেলো ঈদে বাজার মন্দা গেলেও এবার বিক্রি ভালো হওয়ায় খুশি তাঁতীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি