ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সালমা-রুমানারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৪৭, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পেয়ে পাকিস্তানে খেলতে যাচ্ছে লাল-সবুজরা। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে ম্যাচ খেলবে সালমা-রুমানারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন সালমা খাতুন আর ওয়ানডে দলের দ্বায়িত্ব রয়েছেন রোমানা আহম্মেদ।

দলের বাকি সদস্যরা হলেন- জাহানারা আলম, আয়শা রহমান, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, খাদিজাতুল কুবরা, একা মল্লিক, পান্না ঘোষ, শারমিন সুলতানা, শারমিন সুলতানা সুপ্তা, ফারজানা হক পিঙ্কি ও শাহিদা আক্তার মেঘলা।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি