সম্প্রচার কমিশন গঠনের দাবি সাংবাদিকদের (ভিডিও)
প্রকাশিত : ২০:৪৩, ৩০ মার্চ ২০১৯
 
				
					বেতন বৈষম্য, নিয়মিত বেতন বৃদ্ধি না হওয়াসহ বেসরকারি টেলিভিশনের সংকট কাটাতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। চাকরীর নিরাপত্তা এবং ঝুঁকি কমাতে গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার কমিশন গঠনেরও দাবি জানান তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, মালিকপক্ষ, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের সম্মিলিত উদ্যোগেই সাংবাদিকদের চাকরী সুরক্ষা করতে হবে।
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সংকট সমাধানে করণীয় নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি’র এই গোলটেবিল বৈঠক। যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বৈঠকের শুরুতে মূল প্রবন্ধে বেসরকারি টেলিভিশনের সাথে জড়িত কলাকূশলীদের নানা দুর্ভোগ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়।
টেলিভিশন মালিকপক্ষের বিরুদ্ধে নিয়মনীতি না মেনে বছরের পর বছর বেতন বৈষম্য ও বেতন বৃদ্ধি না করাসহ নানা অভিযোগ করেন সাংবাদিকরা। বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধেরও দাবি জানান তারা।
সংকট কাটাতে সংবাদকর্মী আইন ও সম্প্রচার কমিশন গঠনেরও দাবি ওঠে গোলটেবিল বৈঠকে।
পরে তথ্যমন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই সমস্যার সমাধারন করা হবে।
পহেলা এপ্রিল থেকে বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
 
				        
				    






























































