ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সময় বাড়ল রাবির প্রথমবর্ষের ভর্তিতে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। আসনসংখ্যা পূরণ না হওয়ায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার এসব তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু আসনগুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ক্লাস শুরু ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। 

১২টি অনুষদে প্রায় ২শ’ আসন ফাঁকা রেখেই প্রথমবর্ষের ক্লাস শুরু করা হয়। 

আসনগুলো পূরণের লক্ষ্যে ভর্তি কার্যক্রম ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যেও শিক্ষার্থীদের ভর্তি বাতিল অব্যাহত থাকায় আবারও ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি