ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সর্বোচ্চ বেতনভোগী ৫ খেলোয়াড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া নেইমার এখন সর্বোচ্চ বেতনের তালিকায় দুই নম্বরে। তবে তালিকার শীর্ষস্থানটা এখনও ধরে রেখেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। ফুটবললিকসের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সদ্য পিএসজিতে যোগ দেয়া ব্রাজিয়িান তারকা নেইমারের মাসিক বেতন তিন মিলিয়ন ইউরোর কিছু বেশি। বার্ষিক ৩৬ দশমিক ৮ মিলিয়ন ইউরো বেতন পান তিনি। এ বেতন দিনে শূন্য দশমিক ১ মিলিয়ন ইউরো, যা ঘণ্টায় ৪০০০ ইউরো। প্রতি মিনিট হিসাবে তাকে ৬৬ ইউরো বেতন দেওয়া হচ্ছে। নেইমার এমন অবিশ্বাস্য অঙ্ক আয় করলেও তেভেজের সমান বেতন এখনও পাননি। তেভেজের বার্ষিক বেতন ৩৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো।

এই দুই তারকাই অবশ্য তালিকায় এক ধাপ করে নিচে নেমে যেতে পারেন, যদি মেসির চুক্তিটা হয়ে যায়। বার্সেলোনার সঙ্গে এখনো নতুন চুক্তি স্বাক্ষর করেননি মেসি। অঙ্কটা বার্ষিক ৪০ মিলিয়ন হতে পারে বলে গুজব চলছে বাজারে। সে ক্ষেত্রে তেভেজকে টপকে মেসিই হবেন সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।

সর্বোচ্চ বেতনভোগী শীর্ষ পাঁচ খেলোয়াড় হলেন- কার্লোস তেভেজ (আর্জেন্টিনা, সাংহাই শেনহুয়া) ৬,১৫,০০০ পাউন্ড, নেইমার জুনিয়র (ব্রাজিল, পিএসজি) ৫,১৫,০০০ পাউন্ড, লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা) ৫,০০,০০০ পাউন্ড, অস্কার (ব্রাজিল, সাংহাই এসআইপিজি) ৪,০০,০০০ পাউন্ড, ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ) ৩,৬৫,০০০ পাউন্ড। সূত্র: গোল।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি