ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক অরুণ বসু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আর নেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

অরুণ বসু’র অনুজ নীল মণি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার দুপুর একটায় সহকর্মী, শুভার্থী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথম আলো কার্যালয়ে আনা হয়। পরে রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণ নগর গ্রামে জন্মগ্রহণ করেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি