ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সাংবাদিক নাদিম হত্যায় বিএফইউজে, ডিইউজে’র প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১৭ জুন ২০২৩

বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ডিইউজে-  ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজ শনিবার জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ এ ধরনের হত্যাকান্ড বন্ধে দ্রুততম সময়ের মধ্যে নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, নুরুল ইসলাম হাসিব, এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, জিহাদুর রহমান জিহাদ, আশরাফুল ইসলাম, নাজমুল হক সৈকত ও খায়রুল আলম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

হত্যার মূল পরিকল্পনাকারী সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে মঞ্জুরুল আহসান বুলবুল তাকে (বাবু) স্থায়ীভাবে দল থেকে বরখাস্ত করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নাদিম যাদের কাজ করতেন, সেসব মালিকদের সংগঠনকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য বিএফইউজে ও ডিইউজে’কে ধন্যবাদ জানান এবং স্বল্প সময়ের মধ্যে পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দীপ আজাদ দাবি পূরণ না হলে, কয়েকটি কর্মসূচি পালনের ঘোষণা দেন। বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। ২০০১ সালের পর সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু, দীপঙ্কর চক্রবর্তী, গৌতম দাসসহ অন্যদের নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু ওই সাংবাদিকদের পরিবার এখনো বিচার পায়নি বলেও জানান তিনি।

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি